আপনি আছেন » প্রচ্ছদ » খবর

আমেরিকায় মহড়ায় অংশ নেবে ইসরাইল ও পাকিস্তান!

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আমেরিকার নেভাদা নেলিস বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হবে ‘রেড ফ্ল্যাগ’ নামের এ মহড়া।

আজ (বুধবার) ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা এক প্রতিবেদনে বলেছে, চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় মহড়ায় অংশ নেবে এসব দেশ। ইসরাইলের পক্ষ থেকে এফ-১৬ জঙ্গিবিমান অংশ নেবে।

পত্রিকাটি বলেছে, ইসরাইলি সামরিক বাহিনীর কাছে তারা জানতে চেয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকার পরও কেন তাদের সঙ্গে মহড়ায় অংশ নেয়া হবে। তবে এ বিষয়ে কোনো জবাব পায় নি পত্রিকাটি। গত বছরের মহড়ায় আমেরিকার সঙ্গে ইসরাইল, জর্দান ও সিঙ্গাপুর অংশ নিয়েছিল।

ফিলিস্তিনি ইস্যুতে মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক নেই। তবে সম্প্রতি তুরস্ক ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে এবং সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য গোপন আলোচনা করছে বলে খবর বের হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ইসরাইল স্থায়ী মিশন খুলতে  যাচ্ছে বলে গত নভেম্বর মাসে বার্তা সংস্থা এপি জানিয়েছিল। তবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের অবস্থান কী তা নিয়ে তেমন কোনো আলোচনা শোনা যাচ্ছে না।