সমুদ্রের তলায় গুপ্তধনের খোঁজ। ভারতীয় ভূবিজ্ঞানীদের প্রচেষ্টায় বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের নিচে এমনই খোঁজ পাওয়া গিয়েছে। ফসফেট, হাইড্রোকার্বন, নুন এবং সৌন্ধব লবন মিশ্রিত খনিজ পদার্থের সন্ধান পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরেই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে অনুসন্ধান চালাচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। অনুসন্ধান চালানো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ম্যাঙ্গালোর, চেন্নাই, মান্নার উপকূলে। তিনটি জাহাজে করে এই পরীক্ষা চালানো হচ্ছে। ১০৯ জন বিজ্ঞানীর একটি দল এই পরীক্ষার কাজে যুক্ত রয়েছেন। ১ লক্ষ ৮২ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকায় খনিজের উপস্থিতির প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।
অভিযান চালানো হয়েছিল, ২ লক্ষ ৬৭ হাজার বর্গ কিলোমিটার এলাকায়। এর আগে এই ধরনের নানা পরিকল্পনা নেওয়া হলেও, এদফায় পরিকল্পনা নেওয়া হয় ২০১১ সাল নাগাদ। সমুদ্রের তলায় ঢোকানো হয় ক্যামেরা। বহু বিরল ধাতু ও খনিজ পদার্থের খোঁজ মিলেছে। তবে সঞ্চিত গুপ্তধন আদৌ কতটা তুলে আনা যাবে, পরিবেশগত কোন বাধা আসবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও, খনিজ উত্তোলনের জন্য় প্রস্তুতি শুরু করা হয়েছে। ২০১৯-এ বিশেষ ধরনের ক্যামেরা, ডিপ-সি ভেসেল নিয়ে অভিযান চালাতে পরিকল্পনা করা হচ্ছে।
খবর - ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি