মাত্র ১২ বছর বয়সেই বাবা। মায়ের বয়স ১৬। ভারতে সবচেয়ে কনিষ্ট বাবা এই নাবালকই। কেরলে এরনাকুলামের হাসপাতালে মাসখানেক আগে মা হয়েছেন ১৬ বছরের ওই কিশোরী। পস্কো আইনে নিষেধ থাকায় মা-বাবার নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে। বাবার সঙ্গে সদ্যোজাতের ডিএনএ-র নমুনা পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন। কীভাবে এটা সম্ভব হল?
চিকিৎসকরা জানাচ্ছেন, ১২ বছরেই অনেকে বয়ঃসন্ধিতে পৌঁছতে পারে। নির্দিষ্ট বয়সের আগেই অনেকের ক্ষেত্রে এমনটা হতে পারে। ফলে ১২ বয়সে বাবা হাওয়া অসম্ভব নয়। তবে সচরাসচর শোনা যায় না। পস্কো আইনে ১২ বছরের শিশুটির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।