পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি ব্যস্ত সবজি বাজারে সোমবার এক বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। খবর এএফপি’র। সিটি কমিশনার জানান, ‘পুলিশকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা বলে মনে হচ্ছে। তবে বিস্ফোরণের ধরণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই।’ লাহোর পুলিশের এক মুখপাত্র জানান, ‘নিহতের সংখ্যা বেড়ে ২৫ ও আহত ৪০ জনে দাঁড়াতে পারে।’ হামলার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান এক সংবাদ সম্মেলনে ১৪ জন নিহতের খবর নিশ্চিত করে বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে এবং হতাহতের বেশীরভাগই পুলিশ কর্মকর্তা। এটা সন্ত্রাসবাদের একটি ঘটনা নাকি নেহাতই দুর্ঘটনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি মন্ত্রী।