আপনি আছেন » প্রচ্ছদ » খবর

সুখবর! আবারো ভারত-বাংলাদেশ সিরিজ

সেই ২০০০ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল সৌরভ গাঙ্গুলি ও নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশের প্রথম টেস্ট ছিল সেটি। এরপরে মাঝে কেটে গেছে ১৫টি বছর। ১৬ বছরের মাথায় আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। সেই টেস্টকে সম্মান জানিয়ে এবারের টেস্টের নাম রাখা হতে পারে দুর্জয়-গাঙ্গুলি ট্রফি।

প্রয়াত জগমোহন ডালমিয়া শেষবার বোর্দ অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আশ্বাস দিয়েছিলেন, ২০১৬ সালে বাংলাদেশ যে করেই হোক ভারত সফর করবে। তার কথার ওপর ভিত্তি করেই দুই বোর্ডের কর্মকর্তারা ২০১৬ সালের আগস্টে ভারত-বাংলাদেশের টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল।

এখন পর্যন্ত অবশ্য কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, আগস্টের পরিবর্তে সেপ্টেম্বরে টেস্ট সিরিজ আয়োজনে ইচ্ছুক ভারত। সিরিজটির নামকরণ হতে পারে দূর্জয়-গাঙ্গুলি ট্রফি।

বিসিবি একটি টেস্টের সঙ্গে ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, বিসিসিআই ওয়ানডে সিরিজের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে।