আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনাল লাইভ

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর ২য় সেমিফাইনালে আজ বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্মিংহামে। সেমিফাইনাল নিয়ে ২ দলের সমর্থকদের মধ্যই বেশ উত্তেজনা বিরাজ করছে। সরব হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া গুলো। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় এই ২দল। বাংলাদেশের পক্ষে সেবার ভালো ফলাফল না আসলেও নিউজিল্যান্ডকে হারিয়ে বেশ চাঙ্গা বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম বারের মতন সেমিফাইনালে বাংলাদেশ। 

একদিকে রয়েছে পেশাদার ভারতীয় দল। যারা ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে বাংলাদেশের থেকে এগিয়ে। অন্যদিকে রয়েছে মাশরাফির নেতৃত্বে এগারো জনের বাংলা ব্রিগেড। ২০০৭ সালে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে রাহুল দ্রাবিড়ের ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। ভারত যেমন শ্রীলঙ্কার বিরুদ্ধে হারলেও পাকিস্তান ও পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে সেমিফাইনালে ফেভারিট হিসাবে উঠেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভারত এখন সেরা ফর্মে রয়েছে।

দেখে নিন সম্ভাব্য একাদশ

ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, রবিচন্দ্রণ অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রণ অশ্বিন, দীনেশ কার্তিক, মহম্মদ শামি

বাংলাদেশ দল

মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াধ, শাকবি আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদি হোসেন মিরাজ, মোসাদ্দেক হোসেন, সুনজামুল ইসলাম, শফিউল ইসলাম