ক্রিকেটার শ্রীশান্ত এর জীবনদান! আদালতের নির্দেশে ফের বাইশ গজে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন শান্তকুমারন শ্রীশান্ত। ২০১৩ আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে দোষী সাব্যস্ত টিম ইন্ডিয়ার ডানহাতি পেসারকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করে বিসিসিআই। কিন্তু বোর্ডের নির্বাসনের বিরুদ্ধে আদালতে যান শ্রীশান্ত। সোমবার কেরল হাইকোর্ট শ্রীশান্তের বিরুদ্ধে নির্বাসন তুলে নেওয়ার জন্য বোর্ডকে নির্দেশ দেয়। আদলাতের রায়ে ফেরে ক্রিকেটীয় জীবনে ফেরার স্বপ্ন দেখছেন ‘কেরেলা এক্সপ্রেস’। শ্রীশান্ত বলেন, ‘আমি আবার টেস্ট ক্রিকেটে ফিরতে চাই। এখনও তিন-চার বছর আমার মধ্যে ক্রিকেট রয়েছে। ফের বাইশ গজে ফিরতে পারলে দারুণ লাগবে। প্রত্যেকেরই খারাপ সময় আসে। আবার সেটা চলে যায়। ম্যাচ ফিট হওয়ার জন্য আমি প্রথমে রঞ্জি ট্রফি খেলব।’ ৩৪ বছরের ডানহাতি পেসার বোর্ডের নির্বাসনে থাকলেও নিজের বাড়িতে ইন্ডোর নেটেই প্র্যাকটিস করেন। শ্রীশান্ত বলেন, ‘আমি বোলিং প্র্যাকটিস করছি। বাড়ির ইন্ডোর নেটেই আমি বোলিং করি। বিশ্বাস, ফের আমি নিজেকে প্রমাণ করতে পারব।’