আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ঢাকা ডায়নামাইটস বনাম বরিশাল বুলস বিপিএল ম্যাচ লাইভ ২০১৬ [ BPL Live]

নিম্নচাপ কেটে গেছে। গতকাল মিরপুরের আকাশ ঝলমল করছিল হেমন্তের রোদে। তাই আজ চমৎকার আবহাওয়ায় বিপিএল মাঠে গড়াবে বলেই ধরা যায়। শীতের হালকা আমেজ নিয়ে আজ সন্ধ্যায় তারকাসমৃদ্ধ ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মাঝারি শক্তির বরিশাল বুলস। আর প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করতে মরিয়া ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান।

এবারের বিপিএলের অন্যতম শক্তিশালী দল সাকিবের ঢাকা ডায়নামাইটস। একঝাঁক তারকা অলরাউন্ডার এ দলের মূল শক্তি। দেশিদের মধ্যে সাকিব-নাসিরের সঙ্গে অন্যতম উঠতি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। বিদেশি সংগ্রহটা আরও দারুণ। টি২০ ফরম্যাটের অন্যতম সেরা দুই অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল আছেন দলে। শ্রীলংকান দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেও যোগ দিয়েছেন। তাদের সঙ্গে আছেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা, দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেল, শ্রীলংকান সেকুগে প্রসন্না ও ক্যারিবিয়ান এভিন লুইস। এত তারকার মাঝে কোন চারজনকে খেলানো হবে, সেটা নিয়েই মধুর এক সমস্যায় আছে ঢাকা ম্যানেজমেন্ট। অধিনায়ক সাকিব অবশ্য কাগজে-কলমের শক্তিকে এতটা পাত্তা দিতে রাজি নন, আমি যে দলে খেলি ওই দলেই তারকা বেশি থাকে। বিষয়টা আমি বুঝি না। গত বছর সবাই বলেছিল, রংপুর সবচেয়ে ভালো দল, অনেক তারকা। আসলে ভালো দল সেটাই, যারা মাঠে ভালো খেলবে। এটাই আসলে গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, আমাদের দলটা এবার বেশ ভালো, কম্বিনেশনও চমৎকার হয়েছে। এখন মাঠে পারফর্ম করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

07:00 PM BPL T20: Dhaka Dynamites vs Barisal Bulls (LIVE)


ঢাকার তুলনায় বরিশাল বুলসের স্কোয়াড কিছুটা পিছিয়ে থাকবে। কারণ বড় তারকা তাদের দলে নেই বললেই চলে। তার পরও নিজেদের দলকে ব্যালান্স বলছেন বরিশালের অভিজ্ঞ ক্রিকেটার শাহরিয়ার নাফীস।