আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে তালেবান জঙ্গিরা দুই নারী পুলিশকে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় মাহফোজুল্লাহ্ আকবারি এলাকার পুলিশের এক মুখপাত্র একথা জানান। তিনি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘দুই নারী পুলিশ কর্মকর্তা তাদের পরিবারের সঙ্গে সময় কাটাতে দুই দিন আগে স্পিন গুল গ্রামে যান। তালেবান জঙ্গিরা পরিচয় জানার পর বুধবার বিকেলে তাদের গুলি করে হত্যা করে।’ তবে এখন পর্যন্ত তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। তালেবান শাসনামলে বাড়ির বাইরে গিয়ে নারীদের শিক্ষা ও কর্ম নিষিদ্ধ ছিল। ২০০১ সালের শেষ দিকে দেশটিতে তালেবান শাসনের পতন হয়।
- বাসস