আবারও শীর্ষস্থান দখল করল কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতল তারা। রানরেটের বিচারেও অন্যদের চেয়ে অনেক এগিয়ে নাইটরা। ওয়াংখেড়েতে মুম্বইকেও হারিয়ে দিতে পারত কেকেআর। শেষওভারে ফিল্ডিংয়ে হারাকিরি না করলে কে আজ পাঁচে পাঁচ হত। সেরা চারে যাওয়ার তখন পাকা হয়ে যেত। যাই হোক আইপিএল-এ দুধর্ষ গতিতে এগোচ্ছে শাহরুখের দল। প্রতি ম্যাতেই কেউ না কেউ টেনে দিচ্ছে। ওদিকে পঞ্জাবকে হারিয়ে দিল হায়দরাবাদ। তারা পয়েন্ট তালিকায় তৃতীয়স্থানে উঠে এল। নতুনদের ভাল খেলছে দিল্লিও। তারা চতুর্থস্থানে। আইপিএল-এ প্রথম দুটো ম্যাচ জেতার পর টানা তিনটে ম্যাচ হারল কিংস ইলেভেন পঞ্জাব। লিগে টিকে থাকতে হলে তাদের নতুন করে ভাবনাচিন্তা করতে হবে। দলে পরিবর্তনও জরুরি। অন্যদিকে পয়েন্ট তালিকায় সবার নীচে আরসিবি। ঘুরে দাঁড়াতে হলে এটাই সেরা সময়। আর একটা ম্যাচ হারলে তাদের আশা শেষ হবে। অন্যদিকে একই অবস্থা গুজরাট লায়ন্সের। তারা একটা ম্যাচ জিতেছে। হেরেছে তিনটেয়। আপাতত আইপিএল-এর যা পরিস্থিতি, তাতে সেরা চারের লড়াই বেশ কঠিন হতে চলেছে।