আপনি আছেন » প্রচ্ছদ » খবর

এবিডি ভিলিয়ার্সের ৩ অজানা তথ্য

বর্তমান ক্রিকেট বিশ্বের এক আতঙ্কের নাম এবি ডি ভিলিয়ার্স কিন্তু বসের উপরে ও বস থাকে।টেস্ট ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্সকে প্রথম শুন্য রানে আউট করেন কে জানেন? সর্বোকালের সেরা অলরাউন্ডার স্যার সাকিব আল হাসান।

১. টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে টানা ৭৮ টি ইনিংস খেলে যেখানে এবিডির একটিও শুন্য রানের ইনিংস ছিলনা। পরে ২০০৮ সালে নিজের টেস্ট ক্যারিয়ারের ৭৯ তম ইনিংসে এসে ডি ভিলিয়ার্স প্রথম শুন্য রানে আউট হন। আর উইকেটটি নিয়েছিলেন আমাদের বস স্যার সাকিব আল হাসান।

২. এখন পর্যন্ত এবি ডি ভিলিয়ার্সের টেস্ট ক্যারিয়ারে নির্দিষ্ট একটি দলের সাথে সর্বনিম্ন এভারেজ ১৭ যা বাংলাদেশের বিপক্ষে। অথচ তার দ্বিতীয় সর্বনিম্ন এভারেজ ৩৯ নিউজিল্যান্ডের বিপক্ষে।

৩. বাংলাদেশের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স মোট চার বার আউট হয়েছে। যার মধ্যে তিন বারই আউট হয়েছে সাকিব আল হাসানের বলে। তার মানে বুঝাই যাচ্ছে স্যার সাকিব আল হাসান, এবি ডি ভিলিয়ার্সের জন্য এক আতংকের নাম।