এ যেন এক রুপকথা। ৪৪ রানে ৪ উইকেট। ফিরে গেছেন তামিম, সৌম্য, সাব্বির, মুশফিক আউট। মাঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আর মাহমুদুল্লাহ। সামনে পাহাড় সমান টার্গেট। এর পর যা ঘটলো তা ইতিহাস। বাংলাদেশ দলের হয়ে যে কোন জুটিতে সেরা পার্টনারশিপ। কার্ডিফে আরও একটা অবিশ্বাস্য জয়। ২২৪ রানের জুটি গড়েছেন সাকিব আর মাহমুদুল্লাহ। জুটিতে ২২৪ রান হওয়ার পর হঠাৎ করেই ট্রেন্ট বোল্টের অবিশ্বাস্য এক সুইংয়ে বোল্ড হয়ে ফেরেন সাকিব। কিন্তু উইকেটে দারুণ দৃঢ়তা নিয়ে টিকে থাকেন মাহমুদুল্লাহ এবং বাংলাদেশকে জিতিয়েই ফেরেন তিনি। ১৬ বল হাতে রেখে পাঁচ উইকেটে জিতে যায় বাংলাদেশ। এই জয় বাংলাদেশের সেমিফাইনালের পথ আরো প্রশস্ত করে তুললো।
সেঞ্চুরি করেছেন সাকিব ও মাহমুদুল্লাহ। সাকিব ১১৪ রানে আউট হলেও ১০২ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ।