অনূর্ধ্ব-১৯ দলের ওপেনিং ব্যাটসম্যান। রাজশাহী দল মূলত তাকে দলে ডেকেছিলো বাড়তি ওপেনার হিসেবে। আজই অভিষেক হলো বিপিএলে। প্রথম ম্যাচে ব্যাটে সুযোগই পাননি। তার আগেই বল হাতে অভিষেকে ৫ উইকেট নিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন।
গতকাল ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এনে বললেন, আগে তিনি ব্যাটসম্যান; তারপর এই বোলিং
হঠাৎ করে আলোচনায় চলে এলেন!
আমি অনূর্ধ্ব-১৯ দলে ছিলাম। ওখানে আমাদের অনুশীলন ম্যাচ ছিল। ওখানে ভালো করার পর আমাকে এখানে কল করা হয়। তারপর এখানে আসি।
বোলিং নিয়ে পরিকল্পনা কী ছিলো?
এতোটা প্রত্যাশা করিনি আসলে। আমার পরিকল্পনা ছিল পরিকল্পনামত কাজটা করব। জায়গামত বলটা ফেলবো। এটাই পরিকল্পনা ছিল। জায়গায় বল করছি, ভালো বল হয়েছে অনেক। আর উইকেট পেয়েছি।
প্রথম দুই বলে দুই চারের পর কী ভয় পেয়ে গিয়েছিলেন?
প্রথম দুটি চার খাওয়ার পর ড্যারেন স্যামি বলছিল,যাই হোক নিজের জায়গায় পরিকল্পনামত বল করবা। তারপর মিরাজ ভাই ম্যাচের আগে বলছিল, কোনো কিছু দেখবি না জায়গায় বল করবি। প্রথম দুটি চার খাওয়ার পর একটু নার্ভাস হইছিলাম। জায়গাটা মেইন্টেইন হয়েছে বলে পরবর্তীতে ভালো ফল আসছে।
টিম মেটরা কী বলছেন?
স্যামি ৫ উইকেট পাওয়ার পর বলছে যে, ভালো বল হয়েছে। ম্যাচ উইনিং পারফরম্যান্স হয়েছে। এরকম ভালো কিছু করছ, টিমের জন্য ভালো হয়েছে।
গেইলকে বল করতে ভয় লাগছিলো?
নার্ভাস একটু লাগছিল যে গেইলের সামনে বল করছিলাম। উইকেট পাওয়ার পর ভালো লাগছে।
আপনাদের অনূর্ধ্ব-১৯ দলটা কেমন করবে?
আমাদের অনূর্ধ্ব-১৯ দলে অনেক ভালো ভালো বোলার আছে। ভালো ভালে ব্যাটসম্যান আছে। ওখানে আমাদের ম্যাচ হয়েছে রেগুলার। সবাই ভালো করেছে। টিম অনেক ভালো । আশা করছি সামনে অনেক ভালো পারফর্ম করবে। ভালো কিছু হবে।
আপনাকে নিয়ে প্রত্যাশা কী বেড়ে গেলো?
প্রত্যাশা বোলিংয়ে বেশি থাকবে না। আমি মূলত ব্যাটসম্যান। ব্যাটিং আগে, তারপর আমার বোলিং।