আপনি আছেন » প্রচ্ছদ » খবর

মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেলো ভারত!

ও’কিফের স্পিনের সমানে এক প্রকার অসহায় হয়ে মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস! একদিন আগেও কাউকে ভারতের এমন পতনের কথা বললে হয়তো পাগলের প্রলাপই মনে করতেন! ও’ফিফের স্পিনে মাত্র ১১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়েছে ভারত। অতীতে এমন লজ্জায় কখনোই পড়তে হয়নি ভারতকে।

ইতিহাসে এর চেয়ে কম রানে মাত্র দশবার গুটিয়ে যাওয়ার রেকর্ড আছে ভারতের। আজ যে এগারোতম লজ্জার মুখোমুখী হতে হচ্ছে অস্ট্রেলিয়ার পাড় সমর্থকও হয়তো অনুমান করতে পারেননি। কারণ একে তো প্রতিপক্ষ উপমহাদেশের বাইরের কেউ। তার উপর ঘরের মাঠে সম্প্রতি এক প্রকার অপ্রতিরোধ্য ক্রিকেট খেলছে বিরাট কোহলির দল।

সব কিছু গুলিয়ে গেল আজ। শুরুটা অবশ্য খুব মন্দ হয়নি। তরুণ লোকেশ রাহুলের ব্যাটে ভালো ভাবেই এগুচ্ছিল ভারত। রাহুল শেষ পর্যন্ত ৬৪ রান করে আউট হয়েছেন। তারপরও ভারতের প্রথম ইনিংস ১০৫ রানে থামলে বাকিদের অবস্থা কি হয়েছে অনুমান করুন।

রাহুল ছাড়া দুই অঙ্কের কোঠা স্পর্শ করতে পেরেছেন কেবল অজিঙ্কা রাহানে (১৩) ও মুরালি বিজয় (১০)। ও’কিফ মাত্র ৩৫ রান দিয়ে তুলে নিয়েছেন ছয় উইকেট। দুটি উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক।

পরে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে অস্ট্রেলিয়াও অবশ্য সেই পথেই হাটতে শুরু করেছিল। প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফেরান অশ্বিন। কিছুক্ষণ পর অপর ওপেনার শন মার্শও অশ্বিনের শিকার। তারপরই দাঁড়িয়ে যান অধিনায়ক স্টিভেন স্মিথ। ৫৯ রানে অপরাজিত আছেন অজি দলপতি।

যাতে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে চার উইকেটে ১৪৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। ফলে দুই ইনিংস মিলিয়ে ২৯৮ রানের লিড পেয়েছে অজিরা। এখনো হাতে ছয় উইকেট। কোহলিদের আরও কি লজ্জা যে ডাকছে কে জানে!