টাইগারদের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে জস বাটলার আর টেস্টে অ্যালিস্টার কুককে অধিনায়ক করে দুই ফরমেটের দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। সীমিত ওভারের ১৫ সদস্যের দল হলেও টেস্টের জন্য স্কোয়াডে রাখা হয়েছে ১৭ ক্রিকেটারকে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুই ফরম্যাটের দল ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অক্টোবরে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার জমজমাট লড়াই দেখার আশায় রয়েছে ক্রিকেট বিশ্ব। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। বাংলাদেশে প্রায় এক মাসের সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা।
বাংলাদেশ সফর দিয়ে ইংল্যান্ড দলে ফিরতে চেয়েছিলেন তারকা ব্যাটসম্যান ইয়ান বেল। দীর্ঘ দিন থেকে জাতীয় দলের বাইরে এই ইংলিশকে বাংলাদেশ সফরের স্কোয়াডে রাখা হয়নি। তবে, দীর্ঘ ১১ বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন সারের দলপতি গ্যারেথ বাট্টি। এছাড়া, জায়গা হয়েছে ওপেনিংয়ে ব্যাট হাতে নামা বেন ডাকেটের। কাউন্টিতে দুর্দান্ত খেলেই টাইগারদের বিপক্ষে সুযোগ পেয়েছেন তারা।
এদিকে, সাদা পোশাকের স্কোয়াডে রাখা হয়েছে ল্যাঙ্কাশায়ারের তরুণ তারকা ওপেনার ১৯ বছর বয়সী হাসিব হামিদ এবং সারের অলরাউন্ডার জাফর আনসারীকে।
বাংলাদেশ সফরে ইংলিশদের দল:
টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারী, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ বাট্টি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।
ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঁকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
বাংলাদেশ সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।