চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের দল রাইজিং পুনের সুপারজায়ান্টের অধিনায়কত্ব থেকে মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে দেয়া ঠিক হয়নি বলে মনে করেন দেশটির আরেক সাবেক দলপতি মোহাম্মদ আজহারউদ্দিন। ধোনির অধিনায়কের প্রশংসা করে আজহার বলেন, ধোনিকে অধিনায়কত্বের পদ থেকে এভাবে সরিয়ে দেয়া অসম্মানজনক। তার অধিনায়কত্বের রেকর্ড ও সাফল্যের ব্যাপারে আমরা সবাই জানি। সে অন্যতম সেরা অধিনায়ক। গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে হঠাৎ করেই দলের অধিনায়কত্ব ছাড়েন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধোনি। তার জায়গায় টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব পান টেস্ট দলপতি বিরাট কোহলি। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেয়ার পর ধোনির অধিনায়কত্ব দেখার একটি সুযোগই ছিলো ভক্তদের সামনে। আর সেটি হলো আইপিএল। তাই আইপিএলে দশম আসরটি নিয়ে স্বপ্ন দেখছিলো ধোনির ভক্তরা। তবে আসর শুরুর আগেই হঠাৎ করে পুনের অধিনায়কত্ব থেকে ধোনিকে সরিয়ে দেয়া হয়। তার জায়গায় দলের দায়িত্ব পান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ধোনির জায়গায় স্মিথকে অধিনায়কত্ব দেয়ার ব্যাপারে পুনের ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেন, অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ায় ধোনিরও কোনও বিরূপ মত নেই। তার সাথে আলাপ-আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। অধিনায়কের পদ ছেড়ে দিতে কোন সমস্যা ছিলো না তার। তবে ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়াটা পছন্দ হয়নি আজহারউদ্দিনের।
তিনি বলেন, ধোনির বিপক্ষে এমন সিদ্ধান্ত অসম্মানজনক। ৮-৯ বছরের অধিনায়কত্বের জীবনে সবধরনের ট্রফি জিতেছে ধোনি। ফ্র্যাঞ্চাইজিরা বোধ হয় ধোনির ক্ষমতা জানে না। প্রথমে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া এরপর তাকে অসম্মান করা ঠিক হয়নি। অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দিলেও ধোনির ব্যাটিং-এ কোন প্রভাব পড়বে না বলে মনে করেন আজহারউদ্দিন, নিজের দায়িত্ব সম্পর্কে ধোনি সর্বদাই সজাগ। ব্যাটিং-উইকেট কিপিং-অধিনায়কত্ব, সবকিছুই দায়িত্ব নিয়ে এতোদিন ভালোভাবে সম্পন্ন করেছেন ধোনি। তবে এভাবে ধোনিকে সরিয়ে ফেলাটা, সঠিক ছিলো না। এমন সিদ্ধান্তে ধোনির মানসিকতায় কোন প্রভাব পড়বে না। কারণ সে বেশ বুদ্ধিমান খেলোয়াড়। তার ধৈর্য্য ও সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনেক বেশি। তাই আগের মতোই ব্যাটিং-উইকেট কিপিং-এর দায়িত্বটা ভালোভাবেই পালন করবে ধোনি।