টি২০ বা ওয়ান ডে-তে ব্যাটসম্যানদের বেধড়ক মারে এখনকার দিনে আর মোটেই নিরাপদ নন আম্পায়াররা । এর জন্য অনেক আম্পায়রই আজকাল খেলা চালাকালীন মাঠে হেলমেট পড়েন । যদিও সেটা টি-২০ ক্রিকেটের ক্ষেত্রেই বেশি দেখা যায় । টেস্ট ক্রিকেটে কোনও আম্পায়ারকে হেলমেট পড়তে আগে দেখা যায়নি । কিন্তু বৃহস্পতিবার ওয়াংখেড়েতে যে ঘটনাটি ঘটল, তারপর আম্পায়াররা মাঠে নামতেই ভয় পাবেন । কারণ শুধু যে ব্যাটসম্যান তা তো নয়, ফিল্ডারদের ছোঁড়া বলও যে আর নিরাপদ নয় । এদিন ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথম দিনে ভুবনেশ্বর কুমারের ছোঁড়া বল এসে লাগে লেগ আম্পায়ার পল রিফেলের মাথায় !
ডিপ স্কোয়্যার লেগ থেকে ফিল্ডিং করে বল ছোঁড়েন ভুবি । মাথায় বল লাগলে তৎক্ষণাৎই মাঠে পড়ে যান আম্পায়ার পল রিফেল । এর জন্য খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে । রিফেলের পরিবর্তে মাঠে আসেন মারায়াস এরাসমাস । তৃতীয় আম্পায়ারের দায়িত্বে আসেন চতুর্থ আম্পায়ার সি সামসুদ্দিন ।