আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বিদেশ থেকে পন্য আনতে কোন পণ্যে কত শুল্ক দিতে হবে জেনে নিন

কোন পন্যে কত কাস্টমস চার্জ দিতে হবে এমন প্রশ্ন অনেকেরই আছে, আজ আপনাদের সামনে হাজির করলাম শুল্কের তালিকা। 

আমাদের অনেকের আত্মীয় স্বজন কিংবা আমরা যারা ইউরোপে আছি প্রতি বছরই দেশে যাতায়াত করে থাকি । অনেকে আছেন ৫/৭ বছর পর পর দেশে যান । অনেক জিনিস পত্র ইউরোপ থেকে নিয়ে যান সাথে করে । অনেকে ইলেকট্রনিক পণ্য যেমন এলসি ডি টি ভি , ক্যামেরা , মোবাইল ফোন, ইত্যাদি নেয়ে থাকে কিন্ত এই সব জিনিস বেশী পরিমান হয়ে গেলে আবার জামেলা পুহাতে হয় বাংলাদেশ কাস্টমস অফিসে । শুল্কের সঠিক তথ্য না জানলে আপনি ও পড়তে পারেন এই রকম জামেলায়। আজ আপনাদের কে বাংলাদেশের কাস্টমস অফিসে আপনি কি পরিমান জিনিস বিনা শুল্কে নিতে পারবেন এবং কোন ধরনের জিনিসে কি রকম ট্যাক্স প্রদান করতে হবে তার একটা চার্ট নিছে তুলে ধরছি । আশা সবার কাজে আসবে।

নিচের ছবিতে কয়েকটি পন্যের তালিকা দেওয়া হলো, পুরো তালিকা ডাউনলোড করে নিন এখান থেকে কাস্টমস চার্জ 

Bangladesh Customs National Tariff Fiscal Year:2016-2017