আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ফেসবুকের প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করা যাবে ভিডিও

ফেসবুক প্রোফাইলের জন্য নতুন কিছু ফিচারের ঘোষণা দিয়েছে ফেসবুক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোফাইল পিকচারের পরিবর্তে এবার ব্যবহার করা যাবে প্রোফাইল ভিডিও। এর পাশাপাশি নির্দিষ্ট সময়ের সেট করা যাবে প্রোফাইল ছবি যা ওই সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে।

'টেম্পোরারি প্রোফাইল পিকচার' নামের এই ফিচারটি সম্প্রতি প্রকাশিত হয়েছিল।  ফেসবুকে প্রোফাইল ভিডিওর কথা বলা হলেও আদতে এটি হবে জিআইএফ ফরমেটের একটি ছবি। ভিডিও থেকে সহজেই এই লুপিং ক্লিপ তৈরি করে নেওয়া যাবে।  এর পাশাপাশি সাময়িক সময়ের জন্য প্রোফাইল ছবি যুক্ত করার সুবিধা চালু হচ্ছে। এর ফলে কোন বিশেষ উপলক্ষ্যকে সামনে রেখে প্রোফাইল ছবি পরিবর্তনের পর একটি নির্দিষ্ট সময় পার হলেই সেটি পরিবর্তিত হয়ে যাবে। 

ফেসবুকের স্মার্টফোন অ্যাপের জন্য কিছু পরিবর্তন আনার কথা জানিয়েছে ফেসবুক। এর মধ্যে রয়েছে প্রোফাইল ছবি বামদিকের পরিবর্তে মাঝামাঝি স্থানে থাকা। এছাড়া এখন প্রোফাইলের একদম উপরের দিকে দেখানোর জন্য আরও বাড়তি ততজু যুক্ত করা যাবে যার মধ্যে আছে এক লাইনের বায়ো সেকশন, কর্মস্থলের তথ্য এবং পাঁচটি পর্যন্ত ফিচারড ছবি।