আপনি আছেন » প্রচ্ছদ » খবর

যেভাবে বাসায় বানাবেন কমলার জেলি

কমলা যেমন খেতে দারুন তেমন পুষ্টিকরও। বাচ্চারাও খেতে পছন্দ করে খুব। কমলা ছাড়াও কমলার জেলি কিন্তু খুব পছন্দ করে বাচ্চারা, বিশেষ করে সকালের নাস্তায় পাউরুটির সাথে জেলি হলে তো কথাই নেই। তবে বাজার থেকে না কিনে বাসায় বানালে সেটি হবে আরও স্বাস্থ্যকর। তাহলে দেখে নিন কি করে বাসায় বানাবেন কমলার জেলি।

কমলার জেলি বানাতে যা যা লাগছে / উপকরনঃ

১) কমলা ১০ টি
২) চিনি ৩ কাপ
৩) চায়না গ্রাস ২ চা চামচ
৪) জাফরান অথবা জর্দা রং ২ চিমটি
৫) পানি ২ কাপ
৬) কমলার খোসা কুচি হাফ কাপ (ইচ্ছা)

যেভাবে বানাবেন কমলার জেলি / রন্ধন প্রনালীঃ

 মজার মজার রান্না-বান্নার রেসিপি পেতে লাইক দিন আমাদের ফ্যানপেজ এ, ক্লিক করুন এখানে

বিঃদ্রঃ জেলি অবশ্যই ফ্রিজে রাখবেন।

 


ট্যাগঃ কমলার জেলি, কমলার জেলি রেসিপি, কিভাবে বানাবেন কমলার জেলি, যেভাবে বানাতে হবে কমলার জেলি।