আপনি আছেন » প্রচ্ছদ » খবর

রেল লাইনে সেলফি তুলতে গিয়ে মৃত ২ কিশোর

সেলফি। বর্তমান সময় কোথাও গিয়ে ফেসবুকে চেক ইন-এর সঙ্গে একটা সেলফি বা গ্রুফি তুলে আপলোড না করলে তো সমাজেই আপনি পিছিয়ে পড়বেন। সেই সেলফি তুলতে গিয়ে ফের বিপত্তি। একবার নয়। বারবার রোমাঞ্চকর সেলফির তোলার চেষ্টায় দুর্ঘটনার শিকার হয়ে বহু মানুষ।   তবুও আজকের প্রজন্মের সেলফি তোলার নেশায় ঘাটতি পড়েনি একটুও। সেই কথাই আরও একবার প্রমাণ করে দিল এই ঘটনা। এবার  রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলার ইচ্ছা পূরণ করতে গিয়ে প্রাণ হারালেন দুই বন্ধু। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির আনন্দ বিহার এলাকায়।

মৃত দুই যুবকের নাম যশ কুমার (১৬) এবং শুভম আনন্দ (১৪)।  টিউশন ক্লাসের পাঁচ বন্ধু ৪০০ টাকা দিয়ে একটা ডিএসএলআর ক্যামেরাও ভাড়া করেছিল। পুলিশ জানিয়েছে তারা একটি মডেলিং পোর্টফোলিয়ো বানাতে চেয়েছিল।

জানা গিয়েছে, বাকি বন্ধুরা মিলে রেললাইনের মাঝখানে একটি জায়গা চিহ্নিত করে ছবি তোলার জন্য। ঠিক হয়েছিল, একদিকের রেললাইন দিয়ে যখন ট্রেন যাবে তখন রেললাইনের মাঝখান থেকে তোলা হবে সেলফি। পাঁচ বন্ধু রেললাইনে সেলফি তুলতে এতটাই মশগুল ছিল যে খেয়ালই করেনি অন্যদিক থেকে ট্রেন এসে গিয়েছে। গোটা বিষয়টি দেখে আচমকা ভয় পেয়ে যশ এবং শুভম অপর ট্র্যাকটিতে ঝাঁপ দিলে উল্টো দিক থেকে আসা আর একটি ট্রেন তাদের পিষে দিয়ে চলে যায়।