সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলির বিরাম নেই পাকিস্তানের। গতকালও নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাদের আউট পোস্টগুলিকে লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। শুক্রবার ভোরে কাশ্মীরের হীরানগর সেক্টরে প্রবল গুলিবর্ষণ শুরু করে পাক সেনা।
এতে এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন। পালটা গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনীও। ওই গুলিতে এক পাক রেঞ্জারের মৃত্যু হয়েছে। গত পনেরো ঘণ্টা ধরে রাজৌরি সেক্টরে পাক রেঞ্জারদের সঙ্গে ভারতীয় সেনার গুলি বিনিময় হচ্ছে। তার পরেও এই হামলা করল পাকিস্তান।
গত ২৯ সেপ্টেম্বর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর এনিয়ে মোট ৩২ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান। গত ১৬ অক্টোবর রাজৌরি ও নৌসেরা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। এতে সেনাবাহিনীর এক জওয়ানের মৃত্যু হয়।