আপনি আছেন » প্রচ্ছদ » খবর

রাজশাহীর কাছে ২ ম্যাচ হারলেও জয় নিয়ে আশাবাদী নাসির

দীর্ঘ একমাস ধরে অনুষ্ঠিত হওয়া বিপিএলের পর্দা নামছে ৯ই ডিসেম্বর। রোববারের ফাইনালকে সামনে রেখে তাই প্রস্তুত দুই দলই। অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে রাজশাহী কিংস আর ঢাকা ডাইনামাইটসরা। 

রাজশাহীর বিপক্ষে মাঠে নামার আগে ঢাকার চাপ কিন্তু একমুখী নয়। গ্রুপ রাউন্ডে এই রাজশাহীর কাছে দুই ম্যাচের পরাজিত হয় ডাইনামাইটসরা।

তবে তাই বলে ফাইনালেও এমনটা হবে তা মানতে নারাজ ঢাকা দলের বাংলাদেশী অলরাউন্ডার নাসির হোসেন। মীরপুরে আজ সাংবাদিকদের নাসির বলেন, ‘ওদের কাছে দুই ম্যাচ হেরেছি সত্যি তবে এগুলা কোন ব্যাপার না। মুল কাজটা ভালমত করলে এই চাপ সামলানো সম্ভব।’

রাজশাহী দলের শক্তিমত্ত্বা সম্পর্কে নাসিরের উক্তিটা একটু অন্যরকমই ছিল। কেমন যেন এড়িয়েই গেলেন একটু। এ ব্যাপারে নাসিরের বাজির ঘোড়া ঢাকা দলের অলরাউন্ডাররা।

নাসির জানান, ‘আমাদের দলে অলরাউন্ডারের সংখ্যাটা বেশীই। যার ফলের বোলিং পরিবর্তনের সুযোগটাও অনেক। আর রাজশাহীর শক্তিশালী দিক কোনটা, সেই ব্যাপারে আমাদের তেমন ধারনা নেই।’

দর্শকদের সমর্থনটা নাসিরের কাছে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের গুরুত্বই পাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন,

‘সমর্থন বেশী আসলে ইতিবাচক দিকও যেমন আছে তার বেতিবাচক দিকও থাকবেই। সবাই যদি মাঠে ঢাকাকেই সমর্থন দেয় তাও চাপ থাকবে।’

নিজের এবারের বিপিএল অভিজ্ঞতা জানতে চাওয়া হলে নাসির জানান, ‘আমাদের অনেকজন অলরাউন্ডার থাকায় বোলিংটা তেমন করতে পারছিনা।

আর ব্যাটিংয়ে হয়তোবা আরও ভাল করতে পারতাম। নিজের কাছেই মনে হচ্ছে ব্যাট হাতে তেমন কিছু করতে পারিনি আমি।’