ফের বড় ধাক্কা পাকিস্তানের। এর আগে বিভিন্ন দেশ বিভন্ন সময়ে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করছে। এবার সেই তালিকায় যুক্ত হল শ্রীলঙ্কা। কিছুদিন আগেই ভারতীয় বোর্ডের সঙ্গে মউ স্বাক্ষর হওয়ার পরও ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক ভারতকে পাকিস্তানে খেলতে যাওয়ার ছাড়পত্র দেয়নি। শুধু এটাই নয় ক্রমাগত সন্ত্রাসবাদী আক্রমণে বিধ্বস্ত পাকিস্তানে এর আগে বিভিন্ন সময় খেলতে যেতে অস্বীকার করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। দু"বছর আগে ২০১৫ সালে জিম্বাবোয়ে শেষবার পাকিস্তানে খেলতে গিয়েছিল। তারপর আর কোনও দল পা রাখেনি পাকিস্তানের মাটিতে। এর মধ্যে আফগানিস্তানের পাকিস্তানে এসে ম্যাচ খেলার কথা থাকলেও তারাও আসতে অস্বীকার করে। কাবুলে বোমা হানার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান বোর্ড।
এই তালিকায় সম্প্রতি সংযোজন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা বোর্ড জানিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে তাঁদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তারা নিশ্চিন্ত নন। এইপ্রেক্ষিতে তারা ২০০৯ সালের ৩ মার্চে লাহোর বাসহানার উদাহরণ দিয়েছে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে এখনও ক্রিকেটাররা সেই ঘটনা মনে করে সন্ত্রস্ত হয়ে ওঠেন। অক্টোবর-নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে এই সিরিজ সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে। যেভাবে বিশ্ব ক্রিকেটে একঘরে হয়ে যাচ্ছে পাকিস্তান, তাতে অদূর ভবিষ্যতে কোনও দেশই পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে আগ্রহ দেখাবে না।