তিন ম্যাচ নিষেধাজ্ঞার কারনে আগামী মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইউরোপীয়ান সুপার কাপে খেলতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার এরিক বেইলি। গত মে মাসে ইউরোপা লীগে সেল্টা ভিগোর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে অশোভন আচরণের দায়ে ইউয়েফা তাকে এই শাস্তি দিয়েছে। এ কারনে আয়াক্সের বিপক্ষে ফাইনালে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে তিনি নিষিদ্ধ ছিলেন।
এরপর তাকে আরো দুটি ম্যাচ বাইরে থাকতে হবে। এ কারনেই মেসিডোনিয়ায় চ্যাম্পিয়নস লীগ শিরোপাধারী রিয়ালের বিপক্ষে ৮ আগস্ট সুপার কাপের ম্যাচে বেইলি খেলতে পারছেন না। এছাড়া ২৪ আগস্ট চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও তিনি দলের বাইরে থাকবেন। ২০১৬ সালে ভিয়ারেল থেকে ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডে যোগ দেবার প্রথম বছরেই ২৩ বছর বয়সী ডিফেন্ডার নিজেকে দারুনভাবে প্রমান করেছেন।