আপনি আছেন » প্রচ্ছদ » খবর

সাড়ে ১৪ কোটি রুপিতে স্টোকসকে দলে নিলো ব্যাঙ্গালোর

আইপিএল সাতে ১৪ কোটি টাকার বিনিময়ে যুবরাজ সিংকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এমন অর্থের অঙ্ক দেখে বিস্মিত হয়েছিল ক্রিকেট দুনিয়া। সেবার তো তাও এক ভারতীয় ক্রিকেটার এই মূল্য পেয়েছিলেন। আইপিএল দশ সেই রেকর্ডও ভেঙে দিল। সাড়ে ১৪ কোটি টাকা দাম পেলেন বিদেশি তারকা বেন স্টোকস। প্রথম বিদেশি তারকা হিসেবে আইপিএল-এ এই বিরাট অঙ্কে বিক্রি হলেন ব্রিটিশ অলরাউন্ডার।

তাঁর দুর্দান্ত ফর্মের জন্য নিজের ন্যূনতম মূল্যের প্রায় সাতগুন বেশি দাম পেলেন তিনি। আসন্ন আইপিএল-এ রাইজিং পুণে সুপারজায়ান্টের জার্সি গায়ে খেলবেন স্টোকস। যে দলে মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে নয়া নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে স্টিভ স্মিথকে। স্টোকসের পাশাপাশি সোমবার বেঙ্গালুরুতে আইপিএল নিলামে নজর কাড়লেন আরও এক বিদেশি। তাইমাল মিলস। যাঁকে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে দেখা গিয়েছিল। তাঁর বোলিংয়ের প্রশংসা করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। সেই মিলসকে ১২ কোটি টাকা দিয়ে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এক কথায় নিলামের সকালে ইংলিশ তারকাদেরই পাল্লা ভারী ছিল।

এদিন নিলামে নজর ছিল বেশ কয়েকজন বিদেশিদের উপর। যাঁর মধ্যে অন্যতম হলেন প্যাট কামিনস। সাড়ে ৪ কোটির বিনিময়ে তাঁকে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস। ১ কোটি টাকায় তারা দলে পেয়ে গেল কোরি অ্যান্ডারসনকেও। এদিকে, ট্রেন্ট বোল্টকে তুলে নিয়ে বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স। ৫ কোটি টাকায় বিক্রি হলেন কিউয়ি পেসার। বিদেশি পেসারের দিকেই এদিন শুরু থেকে ঝুঁকেছিল কেকেআর। ২ কোটি টাকায় কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে বিক্রি হলেন ইংল্যান্ডের সীমিত ওভারের নেতা ইয়ন মর্গ্যান। তবে ইশান্ত শর্মা, ইরফান পাঠানের মতো ভারতীয় তারকারা এখনও পর্যন্ত কোনও দল পাননি।