আপনি আছেন » প্রচ্ছদ » খবর

'টেস্টে বাংলাদেশ দুর্বল দল' মাইকেল ভন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছে সফরকারী ইংল্যান্ড দল। তবে ইংলিশদের এই সিরিজ জয়টি বেশ কষ্টসাধ্য ছিল বলতে হবে। কারণ পুরো সিরিজ জুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন টাইগার ক্রিকেটাররা। বলা যায় দুর্ভাগ্যের কাছেই হার মেনেছে মাশরাফি বাহিনী। 

প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। এরপর দ্বিতীয় ম্যাচটি ৩৪ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে মাশরাফিরা। কিন্তু শেষ ম্যাচে কয়েকটি ভুলের কারণে ৪ উইকেটে পরাজয় বরণ করে নিতে হয় বাংলাদেশকে।

এবার ওয়ানডে সিরিজ শেষে টাইগাররা ২০ তারিখ থেকে নামবে টেস্ট মিশনে। তবে টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খুব সহজেই জিততে পারবে ইংলিশরা এমনটাই মনে করছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। কারণ তিনি মনে করেন টেস্টে বাংলাদেশ বেশ দুর্বল দল।

ভন মূলত টাইগারদের বিপক্ষে এই সিরিজটি ভারত সফরের প্রস্তুতি হিসেবেই দেখছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন টেলিগ্রাফের একটি কলামে লিখেছেন,

‘আগামী মাসে ভারত সফরে ইংল্যান্ড সমস্যায় পড়তে পারে। গ্যারেথ ব্যাটি নিজেকে হারিয়ে খুঁজছে! আদিল রশিদও সংগ্রাম করছে। কিছু ব্যাটসম্যান ফর্মে নেই। তবে বাংলাদেশের বিপক্ষে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করছি। কেননা টেস্টে বাংলাদেশ দুর্বল দল।’

তিনি আরো লিখেন, ‘ইংল্যান্ড দলকে ফর্ম ফিরে পেতে এটাই (বাংলাদেশের বিপক্ষে টেস্টে) সোনালী সুযোগ। কেননা পুরোপুরি ফিট অ্যান্ডারসনের অনুপস্থিতিতে ইতিমধ্যে ভারতের বিপক্ষে সমস্যা তৈরি হয়ে আছে।’