বাংলাদেশ বনাম ভারত এশিয়াকাপ ২০১৬ এর খেলা লাইভ দেখুন, আর জেনে নিন কারা কারা খেলছেন ২৩ তারিখের বাংলাদেশ বনাম ভারত ম্যাচে।এবারের এশিয়া কাপ হবে টি২০ ফর্ম্যাটে। এশিয়াকাপ টি২০
বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ এবং আবু হায়দার রনি।
ভারতের স্কোয়াড
মহেন্দ্র সিং ধোনি,রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, আশিস নেহরা, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, পবন নেগি, হরভজন সিংহ, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, পার্থিব প্যাটেল।
এশিয়াকাপ টি২০ ২০১৬ ১ম ম্যাচ বাংলাদেশ বনাম ভারত তারিখ ২৪ ফেব্রুয়ারি সন্ধা৭টা ৩০ মিনিটে লাইভ অন বিটিভি জিটিভি স্টারস্পোর্টস ১।
বাংলাদেশ বনাম ভারত খেলা লাইভ দেখতে চোখ রাখুন এই পাতায়, কাল এই পাতায় লাইভ স্ট্রিমিং করা হবে ।
বিটিভি, গাজী টিভি, মাছরাঙ্গা, স্টারস্পোর্টস ১ ও স্তারস্পোর্টস ২ তে সরাসরি দেখতে পারবেন।
Bangladesh Vs India 24 february 2016 Asia cup 2016. Match Update will be Publish Here. All Update of Asia Cup 2016 live Streaming Live coverage . India vs Bangladesh Match Live update. All Asia Cup Match Match Update Will be Publish here.