আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বিপিএলে খেলছেন আমির!

ম্যাচ পাতানোর অভিযোগে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এরপর ঘরোয়া ক্রিকেটে স্বরূপে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা এখনো অনিশ্চিত। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার খেলার কথা জোরেশোরেই উচ্চারিত হচ্ছে।



এতে হয়তো জাতীয় দলের জার্সিতে ফেরার স্বপ্নের পথে আরেকধাপ এগিয়ে যাওয়া হবে তার। আমিরের কাউন্টি খেলার সম্ভাবনা থাকলেও শেষপর্যন্ত সেটি বাস্তবে রূপ পায়নি। তবে তাকে আশার আলো দেখাচ্ছে বিপিএল। বিপিএলের টেকনিক্যাল কমিটির সদস্য খালেদ মাহমুদ সুজনের ভাষ্যমতে বিপিএলে আগ্রহী পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আমির রয়েছেন।

 

সুজন বলেছেন, ‘বিপিএলে পাকিস্তানের যেসব ক্রিকেটার আসার আগ্রহ দেখাচ্ছেন, তাদের মধ্যে আমির রয়েছেন। যেহেতু সে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলছে, তাই বিপিএলে খেলার ব্যাপারে কোন সমস্যা নেই।’ তবে তাতেও একটি ‘কিন্তু’ রয়েছে।

 

আমিরকে খেলাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমতির প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে ব্যবস্থাটা করতে হবে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিকেই। এই নিয়ে সুজন বলেছেন, ‘যদি আইসিসির ছাড়পত্র প্রয়োজন হয়, তাহলে আগ্রহী ফ্র্যাঞ্চাইজি এ ব্যাপারে আইসিসিকে অবগত করে আমিরকে খেলাতে পারবে।’