আপনি আছেন » প্রচ্ছদ » খবর

গেইল ঝড়ে কুপোকাত রায়না বাহিনী

দুই ম্যাচ আগে থেকে টি২০ ক্রিকেটে দশ হাজার রানের অনন্য এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়েছিলেন ক্রিস গেইল। বাকী ছিল মাত্র ৩ রান। তা সত্ত্বেও খারাপ ফর্মের জন্য পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে তাঁকে খেলাননি অধিনায়ক বিরাট কোহলি। এদিন খেলালেন। এবং গুজরাত লায়ন্স কার্যত উড়ে গেল গেইল ঝড়ে। তুন T20 রেকর্ড ক্রিস গেইলের, ক্রিকেটবিশ্বে এই রেকর্ড আর কারও নেই T20 ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম পাঁচ জন কারা? জেনে নিন একনজরে এদিন মাত্র ৩৭ বলে ৭৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে টি২০ ক্রিকেটে দশ হাজার রানের গণ্ডী পেরোন ক্রিস গেইল। তিনি ছাড়া এদিন রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে রান পান বিরাট কোহলি (৬৪ রান) ট্রাভিস হেড (অপরাজিত ৩০ রান) ও কেদার যাদব (অপরাজিত ৩৮ রান)। ফলে সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২১৩ রানে ইনিংস শেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ডোয়েন স্মিথের (১ রান) উইকেট হারালেও গুজরাতকে ভালো শুরু এনে দেন ব্রেন্ডন ম্যাককুলাম ও সুরেশ রায়না। রায়না ২৩ রানে আউট হলেও ৪৪ বলে ৭২ রানের লড়াকু ইনিংস খেলেন ম্যাককুলাম। তবে ব্যাঙ্গালোরের রান এতটাই বেশি ছিল যে তার চাপেই একে একে ভেঙে পড়েন গুজরাত লায়ন্সের ব্যাটসম্যানরা। অ্যারন ফিঞ্চ (১৯ রান), দীনেশ কার্তিক (১ রান) কেউই রান পাননি। শেষদিকে রবীন্দ্র জাদেজা (২২ রান) ম্যাককুলামের সঙ্গে পার্টনারশিপ করে কিছুটা লড়াই করলেও তা কাজে আসেনি। এমনকী গুজরাতের হয়ে ইশান কিষণ মাত্র ১৬ বলে ৩৯ রান করলেও গুজরাত থামে ১৯২/৭ রানে। সবমিলিয়ে ২১ রানে ম্যাচ হারতে হল গুজরাত লায়ন্সকে। এই ম্যাচে জয়ের ফলে ৬ ম্যাচে ২টিতে জয় পেল বিরাট কোহলির দল। অন্যদিকে গুজরাত লায়ন্স ৫ ম্যাচ খেলে ১টিতে জয় পেয়ে লিগ তালিকায় সবার শেষে চলে গেল।