এইমাত্র পাওয়া

  • কাপ জিতেই ছাড়ব, জন্মদিনে শপথ মেসির
  • প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জুলাইয়ে, থাকছে ৬০% নারী কোটা
  • ঝালকাঠিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা’র দোয়া ও ইফতার অনুষ্ঠান
  • ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার
  • দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে
  • ফাঁটা পায়ের যত্নে কিছু পরামর্শ !!
  • ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে?
  • ওজন কমাবে কালো জিরা
  • হলুদ দাঁতের সমস্যা সমাধান করুন নিমিষেই
  • কিশিমিশের পানি খেলে যে উপকার পাবেন
Updated

খবর লাইভ

৩৭ তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও শেষ সময়ের সাজেশন

29 September 2016 02:09:11 PM 16283236 ভোট:5/5 1 Comments
Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
৩৭ তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও শেষ সময়ের সাজেশন

আগামীকাল বিসিএস পরীক্ষা, দেখে নিন ৫০টি প্রশ্ন যেখান থেকে কমন পাবেন সিওর। আর যারা জানেন এগুলো আরেকবার ঝালিয়ে নিতে পারেন।

বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্কিত ৫০টি প্রশ্নোত্তর

১. বিশ্বব্যাংকের বর্তমান
প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জিম ইয়ং কিম।
২. এশীয় অবকাঠামো বিনিয়োগ
ব্যাংক (AIIB)’র প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জিন লিকুন।
৩. এশীয় অবকাঠামো বিনিয়োগ
ব্যাংক’র কাউন্সিলের প্রথম
চেয়ারম্যান কে?
উত্তরঃ লউ-জিওয়েই।
৪. বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-এর
বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ পেত্তেরি তালাশ
(ফিনল্যান্ড)।
৫. ২০১৬ সালে চতুর্থ বিমসটেক শীর্ষ
সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ নেপাল।
৬. ১৩তম ওআইসি (OIC) শীর্ষ সম্মেলন কবে,
কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৪-১৫ এপ্রিল ২০১৬; ইস্তানবুল,
তুরস্ক।
৭. ১৭তম ন্যাম (NAM) শীর্ষ সম্মেলন কবে,
কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৪-১৬ জুলাই ২০১৬; কারাকাস,
ভেনিজুয়েলাতে।
৮. ১১তম আসেম (ASEM) শীর্ষ সম্মেলন কবে,
কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১১-১৫ জুলাই ২০১৬;
উলানবাটোর, মঙ্গোলিয়ায়।
৯. বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ
কতটি?
উত্তরঃ ১১৮টি।
১০. সবচেয়ে বেশি বার বিশ্বকাপ ফুটবল
জয়ী দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল।
১১. বাংলাদেশের পাবলিক
বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী
উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়
কোন বিশ্ববিদ্যালয়ে?
উত্তরঃ জাহাঙ্গীরনদর
বিশ্ববিদ্যালয়ে।
১২. 2016 Summer Olympics will be held at -
উত্তরঃ Rio de Janeiro-তে।
১৩. শাপলা চত্বরের স্থপতি কে?
উত্তরঃ আজিজুল জলিল পাশা।
১৪. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ
অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি
কে ছিলেন?
উত্তরঃ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
১৫. কোন মোঘল সুবাদার চট্টগ্রাম দখল
করে এর নাম রাখেন ইসলামাবাদ?
উত্তরঃ শায়েস্তা খান।
১৬. ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক’ এর প্রচলন
করেন কে?
উত্তরঃ শেরশাহ।
১৭. ‘ম্যাকমোহন’ লাইন কোন কোন
দেশের বিভক্তি রেখা?
উত্তরঃ ভারত-চীন।
১৮. স্বাধীন বাংলাদেশের
রাজধানী হওয়ার পূর্বে ঢাকা
বাংলার রাজধানী ছিল কতবার?
উত্তরঃ তিনবার।
১৯. সোয়াত উপত্যকা কোন দেশে?
উত্তরঃ পাকিস্তানে।
২০. কোন সালে ফরাসী বিপ্লব
সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৮৯ সালে।
২১. আজকের কোন দেশটি
প্রাচীনকালে পারস্য নামে পরিচিত
ছিল?
উত্তরঃ ইরান।
২২. ইসরাইলের পার্লামেন্টের নাম
কি?
উত্তরঃ নেসেট।
২৩. সুয়েজ খাল কোন কোন মহাসাগরকে
সংযুক্ত করেছে?
উত্তরঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগর।
২৪. আমেরিকা মহাদেশ কে আবিষ্কার
করেন?
উত্তরঃ কলম্বাস।
২৫. চাকমারা প্রধানত কোন
ধর্মাবলম্বী?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম।
২৬. ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের
কাছে বাংলাদেশকে কে তুলে
ধরেন?
উত্তরঃ জর্জ হ্যারিসন, সাইমন ড্রিং,
পণ্ডিত রবি শংকর এর মতো উল্লেখযোগ্য
ব্যক্তিগণ।
২৭. বাংলাদেশের উন্নয়ন ফোরামের
সমন্বয়কারী সংস্থা কোনটি?
উত্তরঃ বিশ্ব ব্যাংক।
২৮. বাংলাদেশকে স্বীকৃতি
দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ
কোনটি?
উত্তরঃ পোল্যান্ড।
২৯. কোন সালে যুক্তফ্রন্ট প্রাদেশিক
নির্বাচনে জয় লাভ করে?
উত্তরঃ ১৯৫৪ সালে।
৩০. ভারতের ২৮তম রাজ্য কোনটি?
উত্তরঃ ঝাড়খন্ড।
৩১. পলাশীর যুদ্ধ কত তারিখে অনুষ্ঠিত
হয়?
উত্তরঃ ২৩ জুন, ১৭৫৭।
৩২. ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য
হলো -
উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদের
ধারণার বিকাশ।
৩৩. ঘোড়াশাল সার কারখানায়
উৎপাদিত সারের নাম কী?
উত্তরঃ ইউরিয়া।
৩৪. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে
সংযুক্ত করেছে কোন প্রণালী?
উত্তরঃ মালাক্কা প্রণালী।
৩৫. কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম
বীরপ্রতীক খেতাব পান?
উত্তরঃ ক্যাপ্টেন সিতারা বেগম;
দ্বিতীয়-তারামন বিবি।
৩৬. ন্যাটো-এর সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ২৮টি।
৩৭. মেঘনা নদী কোন জেলার মধ্য
দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তরঃ সিলেট।
৩৮. ব্রিটেনের নারীরা
ভোটাধিকার পায় কত সালে?
উত্তরঃ ১৯১৮ সালে।
৩৯. ‘এডেন’ কোন দেশের বন্দর?
উত্তরঃ ইয়েমেন।
৪০. স্টেট ডুমা কোন দেশের আইনসভার
নাম?
উত্তরঃ রাশিয়ার।
৪১. আন্তর্জাতিক ডাক সংস্থার
সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ UPO।
৪২. ‘হামাস’ কোন দেশের সংগঠন?
উত্তরঃ ফিলিস্তিন।
৪৩. স্বাধীনতার পূর্বে পাপুয়া
নিউগিনি কোন দেশের অধীনে ছিল?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
৪৪. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম
উপজাতি কোনটি?
উত্তরঃ সাঁওতাল।
৪৫. উপমহাদেশের নাম ‘ইন্ডিয়া’
সর্বপ্রথম কারা দেন?
উত্তরঃ গ্রীকরা।
৪৬. বাংলাদেশের সমাজকল্যাণ
মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?
উত্তরঃ ড. চৌধুরী মো. বাবুল হাসান
[১১ জানুয়ারি ২০১৬ থেকে-বর্তমান]।
৪৭. বর্তমানে বাংলাদেশের পানি
উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক কে?
উত্তরঃ আবদুল লতিফ মিয়া [৩০
ডিসেম্বর ২০১৫ থেকে-বর্তমান]
৪৮. বর্তমানে বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-এর
মহাপরিচালক কে?
উত্তরঃ কর্নেল মো. নাসিম পারভেজ
[৩১ ডিসেম্বর ২০১৫ থেকে-বর্তমান]।
৪৯. গুয়েতেমালা’র বর্তমান
প্রেসিডেন্ট-এর নাম কি?
উত্তরঃ জিমি মোরালেস; [জানুয়ারি
২০১৬-বর্তমান]।
৫০. মার্শাল দ্বীপপুঞ্জ’র বর্তমান
প্রেসিডেন্ট কে?
উত্তরঃ কাস্টেন নেম্রাত; [জানুয়ারি
২০১৬-বর্তমান]।

Loading...
advertisement
সর্বশেষ সংবাদ
এ বিভাগের সর্বশেষ