এবছর এস.এস.সি পরীক্ষায় কোন রকমের প্রশ্ন ফাঁস হওয়ার সুযোগ নেই বলে জানালেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ।
SSC exam Question 2017
মঙ্গবার দুপুরের সচিবালয় শিক্ষামন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, এবছর ২৩৬টি কেন্দ্রে মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন এস.এস.সি ও সমমানের পরিক্ষার্থী অংশগ্রহণ করবে।
পরিক্ষার্থী ও অভিভাবকদের উল্লেখ করে তিনি বলেন, আপনার ভূল ও ফাঁস হওয়া প্রশ্নের দিকে ছুটবেন না। কারণ, এতে আপনাদের পরীক্ষার ফলাফল খারাপ হবে। এছাড়াও এবছর যাদে কোন ভাবে এস.এস.সি ও সমমানের প্রশ্নপত্র ফাঁস হতে না পারে তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। স্বরস্বতী পূজার কারণে আগামী ১ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এজন্য এবার ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সূত্র - prothomnews