৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সেট নির্ধারণের লক্ষ্যে এক সভা আজ বৃহষ্পতিবার কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে কর্ম কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় পর্যায়ের জেলা প্রশাসকদের (চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও বরিশাল) অবহিত করার জন্য ভিডিও কনফারেন্স এর আয়োজন করা হয়।
১লা সেপ্টেম্বর হতে সারাদেশে ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠান উপলক্ষে প্রথমবারের মতো প্রশ্নের সেট নির্ধারণে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করে পিএসসি।
উল্লেখ্য, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৩ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
বাসস/
Loading...
advertisement