চিনের হুনান প্রদেশে ঝানজ়িয়াজে জাতীয় উদ্যানের সৌন্দ‌র্য এমনিতেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সবুজ বনাঞ্চলের মধ্যে খাড়া পর্বতের সারি চিনা প‌র্যটনের পোস্টার। সেখানেই ৪,৭০০ ফুট উঁচু স্কাইওয়াক বানিয়েছে চিনা প্রশাসন। কলিং ড্রাগন স্কাইওয়াক নামে এই নতুন নির্মাণ প‌‌র্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সম্প্রতি। আর তাতেই রোজ ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ।

glass-bridge-8

আকাশে হাঁটার অভিজ্ঞতা তো রয়েছেই। সঙ্গে সেলফি তুলতেও ভুলছেন না কেউ। ১০০ মিটার দার্ঘ স্কাইওয়াক পেরোতে পারলেই মিলছে বিশেষ পুরস্কার। ঝানজ়িয়াজে জাতীয় উদ্যানের অপার্থিব সৌন্দ‌র্য।

 

glass-bridge-13

 

স্কাইওয়াকের সঙ্গে বিশ্বের উচ্চতম ও দীর্ঘতম কাচের ঝুলন্ত সেতুরও উদ্বোধন হয়েছে সেখানে। তাতেও প‌র্যটকদের ভিড় চোখে পড়ার মতো।

 

glass-bridge-6

 

‌যাই বলুন, প‌র্যটক কী ভাবে টানতে হয় তা চিনের থেকে ভাল কেউ জানে না।

 

glass-bridge-11glass-bridge-10glass-bridge-7glass-bridge-3glass-bridge-2