১৩তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা কাল শনিবার (১৩ আগস্ট) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইট (ntrca.teletalk.com.bd) থেকে ডাউনলোড করা যাবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রে থাকবে আসন বিন্যাসসহ প্রয়োজনীয় সব তথ্য।
এর আগে ১৩ জুন বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে এনটিআরসিএ। প্রকাশিত প্রিলিমিনারি ফল অনুযায়ী স্কুল-২ পর্যায়ে পাসের হার ৩ দশমিক ২২ শতাংশ, স্কুল পর্যায়ে ২৯ দশমিক ৬৭ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ।
প্রিলিমিনারিতে স্কুল-২ পর্যায়ে ৬২০ জন, স্কুল পর্যায়ে ৯০ হাজার ৯৪৪ জন এবং কলেজ পর্যায়ে ৫৫ হাজার ৬৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণের সংখ্যা এক লাখ ৪৭ হাজার ২৬২ জন। মোট পাসের হার ২৭ দশমিক ৯০ শতাংশ।
প্রসঙ্গত, আজ শুক্রবার ১৩তম শিক্ষক নিবন্ধনের স্কুল ও স্কুল ২ পর্যায়ের লিখিত পরীক্ষা শেষ হয়েছে।
এদিকে, আগামীকাল সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১৩তম শিক্ষক নিবন্ধনের ঢাকা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা গেছে।