জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় একটি জঙ্গি আস্থানায় অভিযান চালিয়ে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ জেএমবির সদস্য দুই ভাইকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও প্রায় প্রস্তুত একটি ড্রোন উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়। গ্রেফতারকৃতরা হলো- সৈয়দ নুরুল হুদা মাছুম (৩৪) ও তার ছোট ভাই সৈয়দ মাজহারুল ইসলাম খোকন (২৫)। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা ওই বাড়ির মালিক সৈয়দ আবুল হাসান চিশতিয়ার দুই ছেলে। তারা দুই ভাই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং বর্তমানে জেএমবির সক্রিয় সদস্য ।
র্যাব-১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাসের নেতৃত্বে র্যাবের একটি দল সোমবার রাত ১১টার দিকে বাড়িটি ঘিরে রাখে। পরে র্যাব সদস্যরা বাড়ির ভিতরে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করেন। রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে জেএমবি’র সক্রিয় সদস্য দুই ভাইকে গ্রেফতার করে। এরপর ওই বাড়ি তল্লাশী চালিয়ে প্রায় তৈরিকৃত একটি ড্রোন, বিস্ফোরক, জিহাদী বই ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জঙ্গিরা জানিয়েছে, তৈরিকৃত ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার উপর আঘাত করার পরিকল্পনা করেছিল তারা। জিজ্ঞাসাবাদে জঙ্গিরা জানায়, তাদের একটি দল ঢাকার মিরপুরের মাজার রোড এলাকায় একটি জঙ্গি আস্তানায় রয়েছে। পরে ওই রাতেই ঢাকায় অভিযান শুরু হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।