আগামী বছরের শুরুর দিকেই ভারতের মাটিতে টি-টোয়েন্টির জমকালো আসর বসতে চলেছে। নিজ দেশের মাটিতে ক্রিকেটের এমন বিশ্বকাপ আসরে ফেরার ব্যাপারে মোটেই ভাবছেন না ভারতের হার্টহিটার ব্যাটসম্যান যুবরাজ সিং। টি২০ বিশ্বকাপ নয়, যোগ্য প্রমাণ করে জাতীয় দলে ফেরত আসাতেই আগ্রহী তিনি।
এখন থেকেই ভারতের জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। তবে, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার লক্ষ্যে বিভোর না হলেও জাতীয় দলে ফিরতে পারলে খুশি হবেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, 'বিশ্বকাপ খেলাটা সম্মানের। কিন্তু আমি এখনই বিশ্বকাপের কথা ভাবতে চায় না। কীভাবে নিজের খেলায় উন্নতি করব সেটাই আমার লক্ষ্য।’
জাতীয় দলে এখন খেলতে না পারলেও ক্রিকেটকে বেশ উপভোগ করছেন তিনি। মুম্বাইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের আগে যুবরাজ বলেন, ‘আমি এখনও খেলাটা উপভোগ করছি। ছোটবেলা থেকে এটাই আমার প্যাশন। যতদিন এমনটা হবে ততদিন আমি খেলে যাব। খেলাটা উপভোগ করতে চাই। ফের জাতীয় দলে খেলার সুযোগ পেলে সেরাটা দিতে তৈরি।’
২০০৭ টি-টোয়েন্টি এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ব্যাটসম্যান ছিলেন যুবরাজ সিং।