স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বিপি টাউনশিপের মতো ঘনবসতিপূর্ণ ওই এলাকায় এই স্পা-এর আড়ালে মধুচক্র চলছিল। ফের শহরে স্পা-এর আড়ালে ধরা পড়ল মধুচক্র। গ্রেফতার করা হল তিন যুবক এবং দশজন যুবতীকে। তিন যুবকের মধ্যে মধুচক্রের মূল মাথাও রয়েছে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার পাটুলি থানা এলাকার রাখাল দাস আঢ্য রোডে। পুলিশ সূত্রে খবর, ধৃত তিন যুবকের নাম অসিত দাস, সুদীপ ঘোষ এবং সানুয়াজ খান। এদের মধ্যে অসিত দাস ওই স্পা সেন্টারের মালিক। বাকি দু’জন ক্রেতা হিসেবে ওই মধুচক্রে এসেছিল। যে দশজন যুবতী ধরা পড়েছে, তারা প্রত্যেকেই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বিপি টাউনশিপের মতো ঘনবসতিপূর্ণ ওই এলাকায় এই স্পা-এর আড়ালে মধুচক্র চলছিল। স্থানীয় বাসিন্দারাও এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই স্পা-তে হানা দেয় পুলিশ। ঘটনাস্থল থেকেই বেশ কিছু জিনিসও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বুধবারই আলিপুর আদালতে তোলে পুলিশ।