প্রতিবার হাত ধোওয়ার পর অবশ্যই হাতে কোনও ভাল ক্রিম লাগিয়ে নিন। হালকা হাতে কয়েকমিনিট মাসাজ করুন। নখ ও তার আশেপাশের অংশগুলিও মাসাজ করতে ভুলবেন না। এছাড়া প্রতিদিন স্নানের আগে অলিভ অয়েল বা তিল তেল সামান্য গরম করে ত্বকে ভাল করে মাসাজ করে নিন। এর পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও ট্রাই করে দেখতে পারেন।দুই টেবলচামচ সূর্যমুখী তেলের সঙ্গে তিন টেবলচামচ চিনি মিশিয়ে হাতে ও পায়ে লাগিয়ে নিন। হালকা হাতে কিছুক্ষণ ভাল করে ঘষে নিন। যতক্ষণ না চিলি গলে যাচ্ছে ততক্ষণ মাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে পর ধুয়ে ফেলুন। স্নানের পর ও রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই হাতে ও পায়ে ময়শ্চারাইজ়ার লাগাবেন। আর একটু ভাল কোম্পানির ময়শ্চারাইজ়ার ব্যবহার করার চেষ্টা করুন।
Loading...
advertisement