মুখে আগের উজ্জলতা ফিরে পেতে কাচা হলুদ, টক দই. গাজরের রস,শশার রস নিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরী করে ব্যবহার করতে পারেন। এটি কালচে ভাব কাটাতে সাহায্য করে। সপ্তাহে একবার স্ক্রাব ব্যবহার করতে পারেন। এটি কিনে ইউস করতে পারেন অথবা ঘরে ও বানাতে পারেন। যদি কিনে ব্যবহার করতে চান তাহলে অবস্যই ব্র্যান্ড দেখে কিনার চেষ্টা করবেন। কারণ মুখের ত্বক অন্যান্য অঙ্গের ত্বক থেকে সেন্সিটিভ হয়। ব্র্যান্ড নির্বাচন করলে ত্বকে রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা কম থাকে। ঘরে বানাতে চাইলে চালের গুড়ার সাথে শশার রস, মধু মিশিয়ে প্যাক তৈরী করতে পারেন। সপ্তাহে একবার চন্দন প্যাক লাগাতে পারেন। এটি কালচে ভাব দূর করতে খুব ই উপকারী। আর অবস্যই রোদে যাওয়ার পূর্বে সান প্রটেকশন ব্যবহার করবেন। রাতে ঘুমানোর পূর্বে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।
Loading...
advertisement