সুস্থ থাকতে মাঝে মধ্যে মেডিক্যাল চেক আপ জরুরি। কিন্তু চিকিৎসকের কাছে না গিয়ে আমরা অনেক সময় নিজেরাই ডাক্তার হয়ে যাই। তা করতে গিয়ে ভুল চিকিৎসারও সম্ভাবনা থেকে যায়। অথচ বাড়িতে খুব সহজ একটা পরীক্ষার মাধ্যমেই আমরা জেনে নিতে পারি কোনও রোগ শরীরে বাসা বেঁধেছে কি না। তার জন্য প্রয়োজন শুধু একটা চা-চামচ। চামচ সমস্ত রোগের হাল-হকিকতের সন্ধান হয়ত দিতে পারবে না, তবে ফুসফুস, কিডনির কোনও সমস্যা রয়েছে কি না বা আপনার ডায়াবেটিস হয়েছে কি না তা সহজেই জানিয়ে দিতে পারবে। এগুলির কোনওটা যদি আপনার ক্ষেত্রে দেখা যায়, তা হলে আর দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
ঘুম থেকে উঠে একেবারে খালি পেটে এই টেস্ট করতে হবে। জলও খাওয়া যাবে না।একটি চা-চামচ নিয়ে তার তলা দিয়ে জিভের উপরে বেশ কিছু ক্ষণ ধরে ঘষতে হবে। যাতে চামচটি লালায় সম্পূর্ণ ভিজে যায়।এ বার একটি প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে তা সূর্যালোকে রেখে দিন।১ মিনিট পর প্লাস্টিক ব্যাগ থেকে চামচটি বের করে নিন। যদি চামচে লেগে থাকা লালা শুকিয়ে যাওয়ার পর কোনও গন্ধ বা কোনওরকম দাগ না হয়, তাহলে জানবেন আপনার দেহের ভিতরের অঙ্গ একদম ঠিক আছে। চামচে খুব দুর্গন্ধ হলে জানবেন ফুসফুসের সমস্যা হতে পারে। অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো গন্ধ হলে কিডনির সমস্যা হতে পারে। মিষ্টি বা কোনও ফলের মতো গন্ধ হলে আপনার ডায়াবেটিসের সম্ভাবনা। চামচে সাদা দাগ শ্বাসযন্ত্রের কোনও সংক্রমণের ফল হতে পারে। বেগুনি রঙের দাগ হলে রক্ত চলাচলের সমস্যা দেখা দিতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি বেড়ে গেলে বা রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে এরকম হয়ে থাকে। হলুদ রঙের দাগ হলে থাইরয়েড গ্রন্থির সমস্যা হতে পারে। এবং দাগ যদি কমলা রং ধারণ করে তাহলে কিডনির সমস্যায় ভুগতে পারেন। কারণ কিডনির সমস্যা দেখা দিলে রক্তে ক্যারোটিন-সদৃশ উপাদান জমা হতে থাকে। এর ফলেই কমলা রঙের দাগ হয়।