এই আজব নির্দেশিকাতেই শুরু হয়েছে বিতর্ক ৷ অফিসে কোনও সহকর্মীর প্রতি মনে দুর্বলতা থাকলে রাখিতে অফিস যাওয়া বনধ ! না হলে শেষ অবধি সম্পর্কের সুতো অন্যদিকে এগোনোর আগেই রাখির গিঁটেই দম হারাবে ! কিন্তু তাতেও যে শান্তি নেই ৷ সরকারি ফতোয়া মানতে সামিল হতেই হবে রাখি উৎসবে ৷ শুধু ভাই বা বোনের পবিত্র সম্পর্কের উদযাপন নয়, মৈত্রীর উদ্দেশ্যে ও পারস্পরিক সাম্প্রদায়িক আত্মীয়তা বাড়াতে একদিন রাখি উৎসব পালন শুরু হয়েছিল দেশে ৷ বঙ্গভঙ্গ রুখতে গোটা বাংলা জুড়ে রাখি উৎসব পালন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ৷ সেই উৎসবে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের জন্য এবার সরকারি অফিসে জারি নির্দেশিকা ৷ অফিসে পুরুষ সহকর্মীদের হাতে রাখি পরাতেই হবে মহিলাদের, সরকারি নির্দেশিকা ঘিরে বিতর্ক কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউয়ের সরকারি অফিস জুড়ে আগামী ৭ অগাস্ট রাখী উৎসবে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের জন্য সম্প্রতি একটি নির্দেশিকা জারি হয় ৷
নির্দেশিকাটি জারি করেন কর্মীবর্গ দপ্তরের ডেপুটি সেক্রেটারি গুরপ্রীত সিং ৷ (No.2/18/92-GA/PART-II/1634) নির্দেশিকা অনুযায়ী, সরকারি অফিসের সমস্ত কর্মচারীদের আগামী সোমবার অফিসে হাজির থাকতে হবে এবং সমস্ত মহিলা কর্মচারীরা, পুরুষ সহকর্মীদের হাতে রাখি পরিয়ে এই উৎসব পালন করবেন ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন সমস্ত কর্মচারীরা ৷ মহিলাদের হাতে রাখি পরার নির্দেশে ক্ষুব্ধ পুরুষ কর্মচারীরা তীব্র প্রতিবাদ জানান ৷ তাদের দাবী, কোনও উৎসব পালনে এভাবে সরকার বাধ্য করতে পারে না ৷ সোশ্যাল মিডিয়ায় এই নির্দেশিকার কথা ছড়িয়ে পড়তেই প্রবল সমালোচনার ঝড় ওঠে ৷ রাজনৈতিক মহলেও সমালোচিত হয় এই নির্দেশিকা ৷ বিতর্কের মুখে পড়ে অবশেষে প্রত্যাহার করা হয় রাখি উৎসব পালনের নির্দেশিকা ৷ কিন্তু তাতেও থামেনি সোশ্যাল মিডিয়ার খোরাক ৷