নিজের বাইকটিকেই "অ্যাম্বুলেন্স"-এর মতো ব্যবহার করে, মরণাপন্ন রোগী নিয়ে দিনের পর দিন কেউ হাসপাতালে যাচ্ছেন, ভারতের প্রত্যন্ত, অজগাঁয়ে এ ছবি বিরল হলেও দুর্লভ নয়। কিন্তু, তা একান্তই ব্যক্তিগত উদ্যোগ। নেপথ্যের প্রেক্ষিত হয়তো অতীতের কোনও ঘটনা।
ব্যক্ত মস্তিষ্কপ্রসূত সেই মৌলিক "আইডিয়া"য় এবার সিলমোহর বসিয়ে দিল মহারাষ্ট্র সরকার। পুরোপুরি সরকারি উদ্যোগে চালু হয়ে গেল মোটরবাইক অ্যাম্বুলেন্স পরিষেবা। প্রয়োজনের সময় দ্রুত রোগীকে হাসপাতাল অবধি পৌঁছে দিতেই এমন উদ্যোগ।
সরকারি সূত্রে খবর, ফ্রি হেল্পলাইনে ১০৮ ডায়াল করলেই মোটরবাইক অ্যাম্বুলেন্স নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। যার নাম দেওয়া হয়েছে ইমার্জেন্সি ফার্স্ট রেসপন্ডার মেডিক্যাল সার্ভিস। চার চাকার বড় অ্যাম্বুলেন্স যেখানে ঢুকতে পারবে না, এমন প্রত্যন্ত অঞ্চলগুলিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমপর্যায়ে দক্ষিণ মুম্বইয়ের মেরিন ড্রাইভে ১০টি "মোটরবাইক অ্যাম্বুলন্স" নামানো হয়েছে। বুধবার যার আনুষ্ঠানিক সূচনা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও শিবসেনা প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরে।
পরে মুখ্যমন্ত্রী বলেন, মুম্বইয়ের মতো জায়গায় পিক আওয়ারে এ ধরনের মোটরবাইক অ্যাম্বুলেন্স অত্যন্ত উপযোগী হয়ে উঠবে। বিশেষেত, মেলঘাটে, যেখানে চার চাকার অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তাই নেই। তিনি জানান, রয়াল এনফিল্ডের বাইককেই অ্যাম্বলেন্সের মতো করে তৈরি করে নেওয়া হয়েছে।