২০০৯ সালের অক্টোবর থেকে শুরু হয়েছিল বাংলা টেলিভিশনের দীর্ঘতম মেগা ধারাবাহিকগুলির অন্যতম ‘মা... তোমায় ছাড়া ঘুম আসে না’। অত্যন্ত জনপ্রিয় হয়েছিল যে এই ধারাবাহিক সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি পপুলার কালচারে প্রচুর হাস্যরসেরও জন্ম দিয়েছিল।
পাড়ায়-পাড়ায়, স্কুল-কলেজে একটাই আলোচনা ছিল সেই সময়— ঝিলিক কি তার মা-কে খুঁজে পাবে? সেই উত্তরের আশায় টানা পাঁচ বছর ধরে বাংলা টেলিভিশনের দর্শক সুইচ অন করেছে টেলিভিশন। শেষমেশ ২০১৪ সালে সেই উত্তর মিলেছে কিন্তু তার আগেই অজস্র জোকসের জন্ম দিয়েছে।
সবচেয়ে বড় জোক ছিল এটাই যে ঝিলিক এখনও তার মা-কে খুঁজে পেল না। সত্যি সত্যিই কোথায় এখন ঝিলিকের মা অর্থাৎ মহুয়া হালদার? যে দর্শক ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ ধারবাহিকটি দেখেননি আজ অবধি, তাঁরা হয়তো জানেন না যে ঝিলিকের মা-ই হয়ে উঠেছিলেন ‘যশোদা’ মা। কিন্তু শ্রীকৃষ্ণের বৃন্দাবন পর্বও শেষ হয়েছে বহুদিন হল। তবে এখন কোথায় তিনি?
এবার আর কোনও মায়ের চরিত্র নয়। একদম অন্য রূপে দেখা যাচ্ছে তাঁকে ‘ভজগোবিন্দ’ ধারাবাহিকে। এখনও যাঁরা চিনতে পারেননি, তাঁদের জন্য রইল নীচের ছবিটি।
খবর - এবেলা