এবার অর্পিতা খানের হাবি আয়ুষ শর্মাকে নাকি ‘হাইজ্যাক’ করলেন মৌনি রায়? অবাক লাগছে শুনতে? কিন্তু, বি টাউনের আনাচে কানাচে কিন্তু এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। অর্পিতার স্বামী আয়ুষ শর্মার সঙ্গে সইফ কন্যা সারা আলি খানকেই লঞ্চ করানোর কথা ভাবছিলেন সলমন খান। কিন্তু, সারা নাকি সলমনের ফোনের কোনও উত্তরই দেননি। শুধু তাই নয়, সারা আলি খান ইতিমধ্যেই অভিষেক কাপুরের হাত ধরে কেদারনাথ-এ ডেবিউ করতে চলেছেন। সবকিছু মিলিয়ে সলমন আয়ুষ শর্মার বলিউডে ডেবিউ বেশ পিছিয়ে যায়। কিন্তু, এবার শোনা যাচ্ছে, বাঙালি কন্যে মৌনি রায়ের বিপরিতেই নাকি দেখা যাবে আয়ুষ শর্মাকে। আয়ুষ শর্মা এবং মৌনির ওই সিনেমার নাম ‘রাত বাকি’। তবে কবে থেকে শুরু হবে ওই সিনেমার শ্যুটিং, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
Loading...
advertisement