আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ আর ভারত। আগামী ১ জুন হতে ইংল্যান্ড আর ওয়েলসে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপের পর সবচেয়ে বড় এই ক্রিকেট উৎসব। যেখানে টুর্নামেন্ট শুরুর পরথম দিনের স্বাগতিক ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আজ , মঙ্গলবার , লন্ডনের কিংসটন ওভালে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। চ্যাম্পিয়ন্স লীগের আগে বাংলাদেশের প্রস্তুতি বেশ ভালোই হয়েছে। ত্রিদেশীয় সিরিজে শেষ দুই ম্যাচে আয়ারল্যান্ড আর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের ছয়ে উঠেছে বাংলাদেশ। জিতেছে তিন প্রস্তুতি ম্যাচেও। তবে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করেও জিততে না পারার হতাশা পোড়াচ্ছে টাইগারদের।
মাশরাফি বিন মুর্তজা বাহিনী এখন চিন্তিত ভালো খেলেও শেষ মুহূর্তে জিততে না পারার ব্যর্থতা নিয়ে। পাকিস্তানের সাথে যে ভুল করেছিল , আজ সেটা করতে চায় না টাইগাররা। প্রস্তুতি ম্যাচ হলেও আজ তাই সম্ভাব্য সেরা দলটা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। কারণ আজ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভালো কিছু করতে না পারলে , মুল আসরে সেটা প্রভাব ফেলতে পারে। সেই চিন্তা থেকেই আজকের ম্যাচকে দারুণ গুরুত্বের সাথে নিচ্ছে টাইগাররা। আজকের ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে দুটি পরিবর্তন। আজ সম্ভবত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাসকিনকে। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নয় ওভারে ৮০ রান দিয়েছিলেন তিনি। যা দলের পরাজয়ে রেখেছিল বড় ভুমিকা। আজ তাঁর জায়গায় মাঠে দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমানকে। ভারতের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়েই ক্রিকেটে অভিষেক হয়েছিল ফিজের। অন্যদিকে আজ আবার মাঠে নামতে পারেন সাব্বির রহমান। অন্যদিকে সম্ভাবনা আছে শফিউলের জায়গায় আজ রুবেলের খেলার
এদিকে ভারতীয় দলেও আজ আসতে পারে পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের প্রস্তুতি ম্যাচে ছিলেন না রোহিত শর্মা আর যুবরাজ সিং। আজ আবার মাঠে ফিরতে পারেন রোহিত । তবে যুবরাজের জ্বর এখনও ভালো হয় নি। ইংল্যান্ডে পৌঁছনোর পর থেকেই জ্বরে কাবু হন যুবি। যার ফলে রোববারের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও খেলতে পারেননি মিডল অডার এই ব্যাটসম্যান। তবে এর মধ্যে অসুস্থতা কমেনি যুবরাজের। পরিস্থিত দেখে সোমবার যুবরাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কিছুক্ষণ পর ছেড়েও দেয়া হয়। আজ ,মঙ্গলবার , চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে যুবরাজের খেলার কোনো সম্ভাবনাই নেই।
বাংলাদেশ দল – তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস/ সাব্বির রহমান , মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক আলী সৈকত , মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সানজামুল ইসলাম/মেহেদী হাসান মিরাজ।
- ক্রীড়ালোক