২৯ এপ্রিলের গাড়ি দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় মডেল সনিকা সিংহ চৌহান নিহত হওয়ার ঘটনায় ক্রমেই জড়িয়ে যাচ্ছেন ভারতের বাংলা সিরিয়ালের জনপ্রিয় তারকা বিক্রম চট্টোপাধ্যায়। তাকে নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। প্রায় প্রতিদিনই তাকে ছুটতে হচ্ছে থানা কিংবা আদালতে। মুখোমুখি হতে হচ্ছে সংবাদ মাধ্যমের। এসব কারণে স্টার জলসা কর্তৃপক্ষ ‘ইচ্ছে নদী’ সিরিয়ালটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, ‘ইচ্ছে নদী’ যতটা জনপ্রিয়, এই ঘটনায় সেই জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এই দিকটিতে এখন স্টার জলসা কর্তৃপক্ষ বেশি নজর দিচ্ছেন। এই সিরিয়ালে বিক্রমের চরিত্রের নাম ‘অনুরাগ’। ‘ইচ্ছে নদী’র নাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিক্রম-সনিকার গাড়ি দুর্ঘটনার সঙ্গে এই সিরিয়াল শেষ হওয়ার কোনো সম্পর্ক নেই। সিরিয়ালের গল্পটাই শেষ হয়ে গেছে। আর সিরিয়ালটি শেষ করার এই প্রক্রিয়া শুরু হয়েছে বছরখানেক আগেই। ‘ইচ্ছে নদী’র নায়িকা ‘মেঘলা’ সোলাঙ্কি রায়ও সংবাদ মাধ্যমকে বেশি কিছু বলতে চাননি। শুধু বলেছেন, ‘সিরিয়ালের গল্পের ব্যাপারে কিছুই জানি না। শুটিংয়ে আসার পর আমরা সংলাপ হাতে পাই।’
- চ্যানেল আই অনলাইন