খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ দখিন জনপদ ঝালকাঠিতে শনিবার সকাল থেকেই ঝড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে। দুপুর ১২টার কিছু সময় আগে থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে তার আগে বাতাস আর বৃষ্টি ভোগান্তি বাড়িয়ে দেয়। ঝড়-বৃষ্টিতে তৈরি হয় অস্বাভাবিক পরিস্থিতি। সকাল সাড়ে ন’টার দিকে ভারি বৃষ্টি শুরু হয়ে চলে দেড়ঘন্টা ব্যাপি। আর আগে ভোরেই ঝড়ো হাওয়া বইতে থাকে। কেবল জীবিকার দায়ের পড়া মানুষগুলোকেই রাস্তাঘাটে দেখা মেলে। ভারি বৃষ্টিতে জেলা শহরের অনেকগুলো রাস্তাঘাট ডুবে গেছে। শহরের সুগন্ধা পাড়ের কাঠপট্টি কলাবাগান এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য পরিবার। এদিকে ঝড়ো বাতাসে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে আছে জেলার বেশকটি গ্রামাঞ্চলে। জেলা শহরেও সকাল ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৈশাখী ঝড় না হলেও বৃষ্টির সঙ্গে হালকা বাতাস থাকবে এমনটাই জানিয়েছে ঝালকাঠি আবহাওয়া অফিস।