গত সোমবার সন্ধ্যায় যশোর-মাগুরা সড়কে চালকের সাহসিকতায় ঈগল পরিবহনের যাত্রীরা ডাকাতের হাত থেকে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় যাত্রীরা ওই চালককে পুরস্কৃত করেছেন। যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা বাজারের কাছাকাছি পৌঁছালে চালক দূর থেকে দেখতে পান সামনে ব্যারিকেড দেয়া। এ সময় সাহায্যের আশায় যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। অবস্থা বেগতিক দেখে চালক পেছন দিকে গাড়ি নিয়ে যাবার চেষ্টা করতে থাকেন। ডাকাতরা গাড়িটিতে আক্রমনের জন্য ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এক পর্যায়ে চালক সাহসিকতার পরিচয় দিয়ে দুর্বৃত্তদের আক্রমন অমান্য করে সামনের দিকে দ্রুত গাড়ি চালিয়ে যশোরের দিকে চলে আসেন। এ ঘটনায় হতভম্ব ডাকাতরা চালককে আঘাত করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে যশোর শহরে আসার পর যাত্রীরা দুই হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন চালককে।