অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের দিকে ২৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ২৫ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার ডেবি নামের এ ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানার আগে এটি আরো ঘনিভূত হয়ে ক্যাটাগরি-৪-এ পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জরুরি সতর্কতা জারি করা সত্ত্বেও কিছু লোক এলাকা ছেড়ে চলে যেতে অস্বীকৃতি জানায়।বা
কুইন্সল্যান্ডের প্রধান অনাস্টাসিয়া পালাজকজুক বলেন, এটি ২০১১ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়াসির মতো ভয়াবহ হতে পারে। সোমবার রাতে পলাজকজুক ম্যাককে নিম্নাঞ্চলের ২৫ হাজার লোককে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, লোকজনের এখনই নিরাপদ স্থানে চলে যাওয়ার সময়। মঙ্গলবার সাতটার পর (গ্রিনিচ মান সময় সোমবার ২০:০০ টা) ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
/বাসস/